কৃষ্ণনগরের গোয়াড়ি নামে এক ছোট্ট গ্রামে, ১৮৯৯ সালের ৩রা মার্চ তুলসী চক্রবর্তীর জন্ম।থিয়েটারে অভিনয় করতে এসেই তিনি তালিম নিলেন টপ্পা গানের। শিখলেন তবলা-পাখোয়াজ বাজানো। এমনকি নাচেও পারদর্শী হয়ে উঠলেন।
১৯২০ সালে ‘দুর্গেশনন্দিনী’ নাটকে প্রথম সুযোগ পেলেন অভিনয়ের। সেই শুরু, আর পেছন ফিরে তাকাতে হয়নি। নাটকের সূত্রেই এল ফিল্মের অফার। ১৯৩২-এ প্রথম চলচ্চিত্র ‘পুনর্জন্ম’। ১৯৩৯ সালের ‘জনকনন্দিনী’ ছবিতে তাঁর অভিনয় ছিল দেখার মতো। ১৯৪৫ সালে নিরেন লাহিড়ীর পরিচালনায় ‘ভাবীকাল’ ছবিটিও এ প্রসঙ্গে উল্লেখের দাবি রাখে।
জনপ্রিয় কিছু গল্পঃ
Facebook Comments Box
Khub bhalo laglo
অনেক ধন্যবাদ