বাংলা ছবির “বুড়ো দা”- তরুণ কুমার জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য:তরুণ কুমার (১৯৩১-২০০৩) তরুণকুমারের জন্ম ২৪ ফেব্রুয়ারি, ১৯৩১ সালে।বাংলা ছবিতে নায়কের ভূমিকায় নয়, চরিত্রাভিনেতা রূপেই তাঁকে আমরা বেশি পেয়েছি। তবু তাতেই তিনি বুঝিয়ে দিয়েছেন অভিনেতা হিসেবে কারো চেয়ে কম ছিলেন না। তিনি সকলের প্রিয় “বুড়ো দা” তরুণ কুমার চট্টোপাধ্যায়। প্রেমেন্দ্র মিত্রের পরিচালনায় ১৯৬০ সালে প্রকাশিত ‘চুপি চুপি আসে’ ছবিতে ইন্সপেক্টার ঘোষালের ভূমিকায় তাঁর অভিনয় আজও দর্শকদের চমকে দেয়। বড়দা উত্তমকুমারের জনপ্রিয়তার উপর ভর করে নয়, নিজের অভিনয়-ক্ষমতার গুণেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গাটি পাকা করে নিয়েছিলেন তিনি।
ভাষ্যপাঠঃ সৌরভ হাওলাদার
Facebook Comments Box