বাংলা সাহিত্যের ইতিহাসে একটি বিস্ময়ের নাম, সুকুমার রায়। ‘আজগুবি’ শব্দটিকে একটা নতুন মাত্রা দেন তিনি। হাসির মোড়কে পাঠককে তিনি এক ভিন্নতর জগতে নিয়ে যান। ‘আবোল তাবোল’ ইতিমধ্যে একশো বছর পার করেছে। আগামী একশো বছরেও এমন কোন শিশু পাওয়া যাবেনা, যার বাড়িতে বাংলা ভাষার চর্চা হয়, অথচ সে এই বইটি পড়বে না। সেই মহান স্রষ্টাকে শ্রদ্ধা জানিয়ে আমার বিনম্র নিবেদন, ‘হযবরল’।
শুনে জানাবেন কেমন লাগল
Let us listen a short story of Shri Sukumar Ray, the unparallel writer of nonsense world.
গল্প শুনতে নিচের ইউটিউব বোতামে ক্লিক করুন। (নেট ওয়ার্কের কারণে বিলম্ব হলে, বোতাম আসতে একটু অপেক্ষা করুন)
Facebook Comments Box