বর্ষা দিনে

বর্ষাদিনে
বর্ষাদিনে

পশ্চিম পাড়ার ঝাঁকড়া কদম গাছটার নিচে বৃষ্টি অপেক্ষা করত। ছাতা খোলার অবসর নেই, ঝমঝম ঝমঝম। আর যেই বাঁক ঘুরে ব্যাঙ্কে-র মোড় পার হলাম, কোথায় কি? খটখট রোদে চারিদিক ঝকঝকে। অথচ ততক্ষণে অনেকেরেই পোশাকে জলছাপ, জুতো সপসপ। মনের কোণে ‘রেইনি-ডে’র ইচ্ছের বাতিরা জ্বালতে শুরু করেছে। কিন্তু রেইনি-ডে হত না। স্কুলের খাতায় একটা নিয়ম ছিল, একটা নির্দিষ্ট শতাংশ অনুপস্থিতি হলে, তবেই নাকি রেইনি-ডে দেওয়া যায়। ব্যাস ওইখানেই আমরা মাত। আমাদের প্রায় এক তৃতীয়াংশ ছাত্র আশ্রম আর হোস্টেলে থাকে। তাই বৃষ্টি হোক বা জলোচ্ছাস, তাদের তো স্কুল পৌঁছান আটকায় না, কারণ তারা স্কুলের মধ্যেই থাকে। বিভিন্ন ক্লাসে বাংলা বা ইংরাজিতে রচনা লিখেছি রেইনি-ডে, তবে পুরো স্কুলজীবনে একবারও বৃষ্টিতে ক্লাস ছুটি হয়নি। আরেকবার তো এমন হল বেশির ভাগ ছেলে ভিজে সপসপে হয়ে এসে, ভাবল বুঝি অন্ততঃ তারা ছুটি পেয়ে যাবে। কয়েকজন তো, নিজে থেকে কলের নিচে দাঁড়িয়ে ভিজিয়ে নিল শরীর। ও বাবা! মহারাজ আশ্রম থেকে প্রত্যেকের জন্য শুকনো পোশাক আনিয়ে দিলেন। আমাদের ছুটি পাওয়ার ইচ্ছেগুলো জলে ভিজে ধুয়ে গেল।

বৃষ্টিদিন নানা অনুষঙ্গে ধরা দিত কৈশোরের দিনগুলোতে। ঝাঁকড়া হয়ে আসা কদমের ডাল আর নাগকেশরের গভীর কেশর সমৃদ্ধ বর্ষাবেলা আমাদের নতুন করে সিক্ত করত প্রতি বছর। টিফিনের সময় কদমের ফুল নিয়ে ফুটবল খেলা। হাতে পায়ে কদমের রেণু লেগে থাকত বুঝি। একদিন ঝপসা হয়ে আসা বৃষ্টিদিনে আপাদমস্তক বর্ষাতিতে ঢেকে চলেছি। পায়ে পায়ে জল ছপছপ। পাশ দিয়ে এক রিক্সা বোঝাই কিশোরীর দল। আমাদের লাগোয়া স্কুল ভবনাথের ছাত্রী সব। আমায় অমন বৃষ্টি-একা দেখে কেমন অকারণ হেসে ওঠে। সময়ের প্রলেপের ওপার থেকে সেই মুখগুলির কোনটাই মনে নেই। তবে রাস্তায় জল মেখে চলা বালককে দেখে কেন অমন হাস্যস্পদ মনে হয়েছিল, জানার উপায় নেই।

প্রত্যেক ক্লাসে বড়বড় নারকেল কাঠির এক জোড়া ঝাঁটা রাখা থাকত। আর পালা করে আমাদের ঝাড়ু দেওয়ার দায়িত্ব পড়ত। সকালে দুজন আর স্কুল ছুটির পর দুজন। বেশ মজাই লাগত। বেঞ্চ সরিয়ে সরিয়ে ঝাঁট দিতে। একটা গুরুদায়িত্ব পড়েছে এমন ভাব। কখনও এদিক ওদিক কিছু ময়লা পরে থাকলে, দায়িত্ব প্রাপ্ত ছাত্রদের তলব করা হত। সেও ছিল বেশ ভয়ের ব্যপার।

ক্রমে আমাদের নিম্ন বুনিয়াদীর সময় ফুরিয়ে আসতে আরম্ভ করল। শুনলাম, আমরা সিক্সে উঠলে অন্য স্কুলে যাবো। সেখানে অন্য মাস্টারমশাই। তাদের সম্পর্কে অনেক রকম গা ছমছমে কথা ভেসে আসত। ‘মাঠের স্কুল’ আর ‘হাই স্কুল’, দুরকম নাম শুনলাম। সেগুলো কেন, কী জন্য বুঝিনি। তবে আমার যেসব সহপাঠীদের অভিভাবকরা, বিশেষ করে মায়েরা নিয়মিত স্কুলে আসতেন, তাঁরা জানতেন। আমায় সেই কোন কালে বাবা স্কুলে ভর্তি করে দিয়ে গিয়েছিলেন। শুরুতে কয়েকদিন বাবা নিয়ে আসতেন, ক্রমে হাত বদল হয়ে গেল। মনে আছে শঙ্করদা বলে একজন আমায় পৌঁছে দেওয়া নেওয়া করতেন। তাই মাঠের স্কুল না হাইস্কুল, কোনটা আখেরে ভালো হবে, বোঝার উপায় ছিলনা। আজও জানিনা এই দুই স্কুলে ছেলেদের বিভাজনের কী নিয়ম ছিল। আমার ঠাঁই হল, জুনিয়ার হাই স্কুলে। যা মাঠের স্কুল বলে বিখ্যাত। তার কারণ, স্কুল সংলগ্ন বিরাট মাঠ। সেখানে আবার খেলা দেখার জন্য গ্যালারির ব্যবস্থাও আছে। এই মাঠে নাকি জেলার খেলাও হয়। তখনকার দিনের কলকাতা মাঠের বেশ কয়েকজন ফুটবলারের খড়দহ রহড়া অঞ্চলে বাড়ি ছিল। তাঁরা অনেকেই এই মাঠে নিয়মিত অনুশীলন করতেন। ওই বয়সে তারকা ফুটবলারদের দেখতে পাওয়া যেন পরম প্রাপ্তি।

ফুটবলপ্রমী বন্ধুরা মাঠের-স্কুলে এসে যেন প্রাণ পেল। এখন বুঝতে পারি, অমন সুন্দর মাঠওয়ালা স্কুল খুব কম জনের ভাগ্যেই জোটে। ফুটবলের সাথে বৃষ্টির যোগ চিরন্তন। কাদা মাঠে বলের সাথে সড়াৎ করে পিছলে যাওয়া, তারপর আর চিনতে না পারা কে কোন জন। আমার যেন মাঠের গ্যালারিটাই বেশি পছন্দ। ওখানে বসেই খেলা দেখতাম। গোল হলে চিৎকার করে গলা ফাটাতাম, মাঠে খুব কমই নামতাম। একমাত্র যখন ওদের খেলোয়াড় কম পড়ত, টেনে এনে গোলকিপার করে দাঁড় করিয়ে দিত।

গোলপোস্টের সুরক্ষার চেয়ে যেন আমার নিজের লুকিয়ে থাকাটাই বড়। যারা রক্ষণার্ধে দাঁড়িয়ে, তারাই গোল বাঁচানোর যাবতীয় কারসাজি করত। আমি কতকটা সাক্ষীগোপাল হয়ে, পুরো খেলাটা দেখতাম। এমনি করে গোটা জীবনে খানিক দূর থেকে খেলা দেখার একটা অভ্যেস কেমন করে তৈরি হয়ে গেল। সেখানে আমি যেন আমি নই, মাঠে ছুটোছুটি করা কোন তৃতীয় পক্ষ। গ্যালারি তে বসে, নিজেরই খেলা দেখছি। সে যেন আমার থেকে বিযুক্ত হয়ে অন্য কেউ।

[প্রথম প্রকাশঃ খোলামকুচি ব্লগ, ১৭ আগস্ট, ২০১৬, https://howladersourav.blogspot.com/2016/]

Facebook Comments Box

আমি ইমেল-এ খবরাখবর পেতে আগ্রহী

This Post Has 11 Comments

  1. Krishnakoli Samaddar

    চমৎকার লেখা। ছবির মত ভেসে ওঠা বর্ননা। সত্যিই তো সবাই যদি মাঠে নেমে খেলে তাহলে উপভোগ করবে কে, কে হাততালি দেবে?😊

  2. Himadree

    Purono sei misti modhur din gulo—khub bhaalo laglo–

  3. Sankha Subhra

    Chomotkar lekha. Tor koishor jouboner sodhikkhon jekhane ketechhe sei upobone chhoriye achhe amar bristibheja koishor. Tui dekhechis amader chhilo math e math. Majhe majhe school bari, hostel. Khelatai chhilo mukhyo, obosore porashona. Ek brishtibheja robbarer sokale pora fele hostel er pechhoner mathe khila da( Atanu Bhattacharya, national team er goal keeper) er practice dekhar somoye rege giye moharajer pithe du gha bosiye deway gal beye neme asa bristi r shobdo ekhono shunte pai. Rag kome gele obishyi ador kore nijer bhager fol khaiyechhilen maharaj. Bhalobashten khhude dustu guloke.

    Boro smritimedure kore tulle tor lekhata.

  4. সুবীর ভট্টাচার্য্য

    মনোহরণ বাদল দিনের কৈশোরদিন… খুব সুন্দর।

  5. Sougata

    Besh bhalo. Purota bolchho na?

  6. দ্বৈপায়ন গোস্বামী

    এই গল্পের মধ্যে আমাদের স্কুলবেলার কথা খুব মনে পরে যাচ্ছে, তবে কাঁদা মাঠে স্যাররা মারা, এটা বেশ মনে আছে।বেশ উপভোগ করলাম। খুব ভালো লাগলো

  7. Aparna Ganguli

    চমৎকার! সরস বৃষ্টিধোয়া দিনের স্মৃতিকথন, মন-ভালো-করা !! আরও পড়তে চাই এমন …

  8. Swabarna Chakraborty

    ভালো হচ্ছে।কিন্তু ওই শেষ হয়ে হইল না শেষ ভাবখানা যেন।

  9. মঞ্জুলা দি

    খুব ভালো লাগছে, তোর স্কুল জীবনের গল্প শুনতে, আর একটু বেশি বেশি লেখ, এটুকু তে মন ভরে না

  10. PANCHALI BANDYOPADHYAY

    ‘নিম্ন বুনিয়াদী’- কথাটা যথার্থ ও বাংলায় আত্মপ্রকাশের সুযোগ পেল। খুব সুন্দর করে লিখেছেন। ছোটবেলার বৃষ্টিদিনের উপাখ্যান কমবেশী সবারই এইরকম। লিঙ্গভেদে খানিক তফাৎ ছিল, এই যা। পূর্বপাঠের পউনরআলওচনআটআ উপভোগ্য হয়েছে। অনেক অভিনন্দন দাদা।

  11. Mitas

    এটা আর একটু বেশি ভালো। কিন্তু তুই ইচ্ছে করেই পুরোটা৷ বলছিস না। এরপর উল্টানো তানপুরা বললে ভালো হবে?

Comments are closed.