পডকাস্ট- মণিহারা

You are currently viewing পডকাস্ট- মণিহারা

মণিমালিকা সমস্ত রাত ধরিয়া একটি একটি করিয়া তাহার সমস্ত গহনা সর্বাঙ্গ ভরিয়া পরিয়াছে, মাথা হইতে পা পর্যন্ত আর স্থান ছিল না। বাক্সে করিয়া গহনা লইলে সে-বাক্স হাতছাড়া হইয়া যাইতে পারে, এ আশঙ্কা তাহার ছিল। কিন্তু, গায়ে পরিয়া গেলে তাহাকে না বধ করিয়া সে-গহনা কেহ লইতে পারিবে না।

(গল্প শুনতে নিচের লিঙ্কে ক্লিক করুন)

Facebook Comments Box

আমি ইমেল-এ খবরাখবর পেতে আগ্রহী