পণ্ডিত শ্রী শিবনাথ শাস্ত্রী

Shibnath Shartri
Shibnath Shartri

আঠারো শতকের কথা।শুরু হয়েছে নবজাগরণ। রাজা রামমোহন রায়ের নেতৃত্বে সমাজ সংস্কার দেখছে বাংলা। ইতিমধ্যেই পটভূমিকায় এসে অবতীর্ণ হয়েছেন বিদ্যাসাগর মশাই। রক্ষণশীল ভাবনার উল্টো স্রোত এনে হিল্লোল তুলে দিয়েছেন কেশবচন্দ্র সেনও। গোঁড়ামির বিপরীতে মাথা তুলছে বিজ্ঞান। সতীদাহের বিরুদ্ধে আওয়াজ জোরালো থেকে আরও জোরালো হচ্ছে। বাল্যবিবাহ রোধে তৈরি হচ্ছে দুর্ভেদ্য ‘ব্যারিকেড’। ১৪ বছর বয়স না হলে কোনো কন্যা সন্তানের বিবাহ নয়— প্রথম যিনি এই কথা বললেন, তিনি আর কেউ নন, বঙ্গ এবং বাঙালির বোধের উত্তরণের অন্যতম ‘নায়ক’ পণ্ডিত শ্রী শিবনাথ শাস্ত্রী।

Facebook Comments Box

আমি ইমেল-এ খবরাখবর পেতে আগ্রহী