ঠিক কোন পথে আমরা চলেছি? অর্থ রোজগারের জন্য পড়াশুনা ভিত নড়িয়ে দিচ্ছি! একবারের জন্য ভাবছি না, এর ফল কত সুদূর প্রসারী হতে পারে? যে ছাত্রছাত্রীরা বঞ্চিত হয়ছেন, তারা তো ভুগছেনই, অন্যদিকে চোরাপথে যে আযোগ্য ছাত্রদের হাতে ভবিষ্যতের চিকিৎসা ব্যবস্থা চলে যাবে, তার দায়ভার সম্পূর্ণ জাতিকে নিতে হবে।
এই ভয়ঙ্কর কেলাঙ্কারি বিষয়ে আরও জানতে নিচের ভিডিওতে ক্লিক করুন।
আরও কিছু গল্পঃ
Facebook Comments Box