গানঃ মৌবন উন্মন

মৌবন উন্মন
মৌবন উন্মন

মৌবন উন্মন বৃষ্টি ধোয়া, তোমার হাতের ছোঁয়া
লাগল মনে গন্ধ সোঁদা হাস্নুহানায় মোড়া

রিমঝিম তালে ছন্দে নেচে, মনেই তোমায় পাওয়া

ও বাতাস, মনেরই শ্বাস, যেও তার কাছে
একা দুপুর, বৃষ্টি নুপূর, জানিনা কেমন আছে?
ধীরে বল, ধারাজল, তার ঘুম না ভাঙে
জানলা আছে খোলা,
মৌবন উন্মন বৃষ্টি ধোয়া, তোমার হাতের ছোঁয়া

ওই স্বপ্ন, তোমায় মগ্ন, ভেবেছি তোমার কথা
জলে ধুয়ে, পড়েছে নুয়ে, বুকে নক্সীকাঁথা
সুগোপন, মেঘরঙ, শুধু আজ জানি
মন যে গেছে খোয়া,
মৌবন উন্মন বৃষ্টি ধোয়া, তোমার হাতের ছোঁয়া
২৯/৮/২০১০

সুরকার ও গায়কঃ কাঞ্চন বন্দ্যোপাধ্যায়

গীতিকারঃ সৌরভ হাওলাদার

মৌবন উন্মন
Facebook Comments Box

আমি ইমেল-এ খবরাখবর পেতে আগ্রহী