বাংলালাইভের পাতায়-
রাজস্থান থেকে ফেরার পর মেঘনার উদ্যোগে গোটা রাজাবাজার সায়েন্স কলেজ জেনে গেল পিকু শখের গোয়েন্দা। ফলে যেটা হল পিকুর বন্ধুরা ওকে টিকটিকি বলে আওয়াজ দিতে শুরু করল। আর এতে পিকু মেঘনার ওপর প্রচণ্ড রেগে গেল। মেঘনার বক্তব্য ও মোটেই সবাইকে বলেনি। কিন্তু পিকুর কথা “তুই নিজেই তো জানিস না কখন, কাকে, কোন প্রসঙ্গে বা কেন আমার গোয়েন্দাগিরির কথা বলেছিস।”..
আরও কিছু গল্পঃ
Facebook Comments Box